প্রতিবেদন : ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। এবার চলন্ত ট্রেনে (Train) আগুন-আতঙ্ক। মঙ্গলবার সকালে বরাত জোরে বাঁচল খড়্গপুর-রাঁচি ফাস্ট প্যাসেঞ্জার। এদিন সকাল ৬ টা ৫০ মিনিট নাগাদ খড়্গপুর-রাঁচি ফাস্ট প্যসেঞ্জার খড়্গপুরের দিক থেকে রাঁচি যাচ্ছিল। যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনে এসে থামতেই যাত্রীরা লক্ষ্য করেন ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটিকে (Train) দীর্ঘক্ষণ বাঁকুড়া স্টেশনেই দাঁড় করিয়ে রাখা হয়। ঘটনার বেশ কিছুক্ষণ পর রেল পুলিশ ও রেলের ইঞ্জিনিয়াররা আসেন বলে অভিযোগ। কী কারণে ধোঁয়া তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনটিকে দীর্ঘক্ষণ বাঁকুড়া স্টেশনেই দাঁড় করিয়ে রাখা হয়। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার ফলে ফের রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- উধাও বিজেপির প্রধান-উপপ্রধান পরিষেবা নেই, পঞ্চায়েতে তালা