চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, উত্তেজনা গাইসালে

Must read

চলন্ত ট্রেনের ইঞ্জিনে লাগলো আগুন। ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গাইসালে স্টেশনে। ২৫ বছর আগে এই গাইসাল স্টেশনেই ঘটেছিলো দুর্ঘটনা। এদিন শিলিগুড়ি মালদা ডেমু ট্রেনের ইঞ্জিনটিতে আগুন দেখতে পেয়ে শোরগোল পড়ে যায়।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও উত্তরে উন্নয়নের জোয়ার: মুখ্যমন্ত্রী

মঙ্গলবার গাইসাল নর্থ কেবিনের কাছে চার নম্বর লাইনে ট্রেনটি ঢোকার সময় ধোঁয়া বেরোতে দেখে ট্রেনের ম্যানেজার। দ্রুত খবর দেওয়া হয় অন্যান্য স্টাফদের। পাশাপাশি এমার্জেন্সি ব্রেক কষে সুরক্ষিতভাবে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। আহত হননি কেউ। তবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। বিহার থেকেও আসে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের জেরে আটকে পড়েছে এই রুটে চলাচলকারী ট্রেনগুলি। গুঞ্জরিয়া স্টেশনে দাঁড় করানো হয়েছে রাজধানী এক্সপ্রেসকে।

Latest article