সংবাদদাতা, নৈহাটি : উপনির্বাচনের আগে প্রচারপর্বে আর তিনদিনও বাকি নেই। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তাই শেষ কয়েকদিনের প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। জয় নিশ্চিত জেনেও ভোটের ময়দানে একবিন্দু জমিও ছড়তে নারাজ প্রার্থীরা। তার মধ্যে অন্যতম নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। বাড়ি-বাড়ি জনসংযোগ, মিছিল, জনসভা, পথসভা, কর্মিসভায় খামতি রাখছে না জেলা ও ব্লক নেতৃত্ব। শুক্রবার ভোর ৪টে থেকেই প্রচারের ময়দানে নামেন নৈহাটির প্রার্থী সনৎ দে। ভোরে ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাট পরিদর্শনের পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। পুজো দিতে আসা মানুষদের সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন প্রার্থী।
আরও পড়ুন-অভিনব আলোয় সেজে উঠেছে চন্দননগর
এরপর নৈহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ঘরে-ঘরে গিয়ে প্রচার ও জনসংযোগ সারেন। পরে শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতে প্রচার ও মিছিল করেন। এরপর বিকেল তিনটে থেকে চাকলা এলাকায় ঘরে-ঘরে প্রচার সারেন। বিকেল থেকে শুরু হয় জনসভা। পাল্লাদহ ময়দান, মহাবতী পাড়া, নয়াবাজার মোড়, রামকৃষ্ণ মোড়, অরবিন্দ পল্লি, মালঞ্চ গেট ইত্যাদি এলাকায় পরপর মোট ৬টি জনসভা করেন তিনি। জনসভাগুলিতে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, প্রার্থী সনৎ দে-সহ অন্যরা। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভোট এলেই পরিযায়ী পাখির মতো ভোট চাইতে আসে বিজেপি, সিপিএম, কংগ্রেস। আর ভোট চলে গেলেই তাঁদের আর পাওয়া যায় না। আপনার প্রয়োজনে সময়ে-অসময়ে পাবেন শুধু সনৎ দে’কেই। বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজির বাংলা। তাই এখানে মানুষ কোনও সাম্প্রদায়িক দলকে সমর্থন করে না।