ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রকে তোপ ফিরহাদের

প্রসঙ্গত, সোমবারই শিয়ালদহ আদালতে আরজি কর মামলায় ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

Must read

প্রতিবেদন : বিজেপি সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করেছে। এবার ওয়াকফ সম্পত্তিকে বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে তারা। আল্লাহর সম্পত্তিকে নির্দিষ্ট শিল্পপতিদের বিক্রি করে দিতে চায় কেন্দ্রের বিজেপি সরকার। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে কলকাতা পুরভবনে এই ভাষাতেই কেন্দ্রকে বিঁধলেন শহরের মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার পুরসভায় আবুল কালাম আজাদের ১৩৬তম জন্মবার্ষিকীতে তাঁর ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান মেয়র।

আরও পড়ুন-বিজেপি-রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস, সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলবে তৃণমূল

উপস্থিত ছিলেন মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার, অসীম বসু-সহ অন্য কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষানীতির তীব্র সমালোচনা করে মেয়র বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল শিক্ষানীতির ফলে আজ দেশের শিক্ষাব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি এদিন আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে এখনও আন্দোলনরত প্রতিবাদীদেরও একহাত নেন মহানাগরিক। বলেন, কলকাতা পুলিশের তদন্তকেই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যাঁরা সিবিআই তদন্তের দাবিতে কোর্টে গিয়েছিলেন, তাঁরা আজ মুখ থুবড়ে পড়েছেন। আমি বিশ্বাস করি, দোষী সাব্যস্ত হয়ে অভিযুক্তের ফাঁসি হবেই। প্রসঙ্গত, সোমবারই শিয়ালদহ আদালতে আরজি কর মামলায় ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

Latest article