ভবানীপুর উপনির্বাচনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বৃহস্পতিবারও মানুষের দুয়ারে দুয়ারে গেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন বিপুল মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে সে কথা এদিন ফের ভোটারদের সামনে তুলে ধরেন ফিরহাদ। আর প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী যা বললেন, তাতে বিজেপির হাড়ে কাঁপুনি আসতে বাধ্য।
আরও পড়ুন-অভিষেক, কুণাল সহ আার কাউকেই ডাকতে পারবে না ত্রিপুরা পুলিশ, নির্দেশ হাইকোর্টের
এদিন ফিরহাদ হাকিম ইঙ্গিত দেন, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বাবুল সুপ্রিয়র পর বিজেপিতে আরও বড়সড় ভাঙন ধরতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়বে বঙ্গ বিজেপি। এবং এবার যিনি আসতে চলেছে, সেই নামটি বেশ বড়। এবং তিনি আদি বিজেপির নেতা।
ফিরহাদ হাকিম বলেন, “শুধু বাবুল সুপ্রিয় নয়, আগামী দিনে আরও বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে। এমন একজন যোগ দেবেন, যার কথা বিজেপি ভাবতেও পারছে না। বিধায়করা তো যোগ দিচ্ছেনই। আরও অনেকে আসবেন। তাঁরা যে ঘরে ফিরছেন এমনটা নয়, সরাসরি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেবেন।”
আরও পড়ুন-পুজোর মরশুমে বাজারে এলো ২৩ টন পদ্মার ইলিশ
ফিরহাদ হাকিম যে হাওয়ায় কথা বলছেন না, সেটা বিজেপির নেতারাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাই দলে ভাঙনের আশঙ্কা যে রয়েছে বুঝে হাড়ে কাঁপুনি ধরতে শুরু করেছে গেরুয়া শিবিরের নেতাদের।