ফাইল ছবি
মেয়র (Mayor) হিসেবে কলকাতা পুরসভার (KMC) দায়িত্ব নেওয়ার পরই নাগরিক পরিষেবায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। নিজেদের অভাব-অভিযোগ, অসুবিধা-সুবিধা, সমস্যার কথা জানার ও তৎক্ষণাৎ সমাধানের জন্য “Talk to Mayor” পরিষেবা চালু করেছিলেন ফিরহাদ। কলকাতার বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার মানুষ এই সূত্র ধরেই সরাসরি মেয়রের সঙ্গে কথা বলে উপকৃত হয়েছিলেন। এরপর পুর প্রশাসক হিসাবে “Talk to KMC” চালু করেছিলেন তিনি। পুর পরিষেবার উপর নাগরিকদের আস্থা বাড়াতে কলকাতা পুরসভায় চালু হ ‘‘টক টু মেয়র’’ বা টক “টু কেএমসি” (Talk to KMC) যথেষ্ট সাফল্য পেয়েছে। এই কর্মসূচির হাত ধরে মেয়র ফিরহাদ হাকিমের জনপ্রিয়তাও বেড়ে যায়। যা তাঁর আগের মেয়র স্বপ্নেও কল্পনা করতে পারেননি।
আরও পড়ুন-দুয়ারে সান্তা
নতুন করে আবার কলকাতা পুরসভার মেয়র হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ফিরহাদ হাকিম। এবার দ্বিতীয় দফায় মেয়র হতে চলেছেন ফিরহাদ। তিনি জানিয়ে দিলেন, একইভাবে চালু থাকবে ‘’টক টু মেয়র’’। আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচি হতো। সেই অনুযায়ী আগামী ১ জানুয়ারি অষ্টম পুরবোর্ড গঠনের পর প্রথম শনিবার পড়ছে। কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকায় সেই অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। ফলে অনেকে মনে করছেন, আগামী বছর, ৮ জানুয়ারি, শনিবার থেকে এই অনুষ্ঠান ফের শুরু হতে পারে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই ফের নাগরিক পরিষেবায় সমস্যা সমাধানের জন্য শোনা যাবে “নমস্কার ববি হাকিম বলছি…!”
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…