সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহের হয়ে প্রচারে আসছেন দলের হেভিওয়েট নেতৃত্ব। রবিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় দলের প্রার্থীর হয়ে প্রচারে আসবেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। আগামী সপ্তাহেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেন, রাজ্যনেতৃত্ব প্রচারে এলে আরও উজ্জীবিত হবেন দলের কর্মীরা৷ জয় তাঁদের নিশ্চিত।
আরও পড়ুন-আত্রেয়ী রইল দূষণমুক্ত
জানা গিয়েছে, দুর্গোৎসব চলাকালীন কিছুদিন দলের সভা-মিটিং করা সম্ভব হয়নি। তবে পূজো শেষ হতেই ফের শুরু হয়েছে প্রচার। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়া আসন এবারের উপনির্বাচনে কোনওভাবে হাতছাড়া করতে চায় না শাসক দল। তাই একদিকে যেমন নিচুতলার সাধারণ কর্মীদের কোমর বেঁধে ময়দানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি অভিষেক ও ফিরহাদের মতো হেভিওয়েটদের এনে প্রচারের পালে হাওয়া লাগাতে চাইছে শাসক শিবির। তবে বিজেপির দাবি, তারাও পিছিয়ে নেই। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, আজ দলের সব বিধায়ককে নিয়ে মিটিং হয়েছে তাঁর বাড়িতে। কীভাবে তারা জয় পাবেন এই উপনির্বাচনে, সে ব্যাপারে আলোচনা হয়েছে।’