প্রতিবেদন : নির্বিঘ্নে ছটপুজো সারা নিয়ে সোমবার কলকাতা পুরসভায় বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানেই পুর আধিকারিকদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলতে বলা হয়েছে আধিকারিকদের। পরিবেশ দূষণ রোধ এবং করোনা সংক্রমণের আশঙ্কা যতদূর সম্ভব রোধ করা। এই দ্বিমুখী চ্যালেঞ্জকে সামনে রেখে ছটপুজোর প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা ও কেএমডিএ। আগামী ১০ নভেম্বর ছটপুজো উদযাপিত হবে। তার আগে ঘাটের সংখ্যা বাড়িয়ে ভিড় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর ছট উপলক্ষে সারা কলকাতা জুড়ে ১৭০টি ঘাট প্রস্তুত করছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন : মুম্বইয়ে গ্রেফতার মূল অভিযুক্ত
বেশিরভাগ ক্ষেত্রেই অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। হুগলি নদীর ওপর ৩০টি ঘাট ছটপুজোর জন্য তৈরি করেছে পুরসভা। পাশাপাশি আরও ১০০টি অস্থায়ী ঘাট সারা কলকাতা জুড়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন জলাশয় চিহ্নিত করে তার ধারে কাঠের পাটাতন দিয়ে এই ঘাটগুলো তৈরি করা করা হচ্ছে। যাদবপুর, কসবা চত্বর জুড়ে ৩০টির বেশি অস্থায়ী ঘাট তৈরি করছে কেএমডিএ। উত্তর ও মধ্য কলকাতায় বসবাসকারী বেশিরভাগ মানুষই আচার পালন করতে গঙ্গার ঘাটে যান। দক্ষিণ প্রান্তে অস্থায়ী ঘাটগুলি তৈরি করা হয় তাঁদের জন্য, যাঁরা গঙ্গার ঘাটে যেতে পারেন না। পাশাপাশি, ঘাটগুলোকে ভালভাবে আলোকিত করাও হচ্ছে।