সংবাদদাতা, মালদহ : আটজন বিধায়ককে নির্বাচিত করে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মালদহের (Maldah) কাছে কৃতজ্ঞ। মালদহে (Maldah) যেমন সার্বিক উন্নয়ন হবে, তেমনই চাঁচলকে (Chanchal) ঘিরেও হবে সার্বিক উন্নয়ন। বদলে যাবে চাঁচলের চেহারা। পুরসভার সরকারি ঘোষণা, গঠনগত নীতি সমস্ত শিগগিরই প্রকাশিত হবে। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের (North Bengal Transport Corporation) বাস ডিপোর উদ্বোধনে এসে এমনই একগুচ্ছ উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
আরও পড়ুন-Municipal Election: পুরনির্বাচনে কমিশনের অগ্রাধিকার কোভিড বিধিতে
এরই সঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘চাঁচলে (Chanchal) শীতাতপনিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় তৈরি হবে।’’ বিএসএফের (BSF) সীমানা বৃদ্ধি নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, ‘‘বিএসএফ দিয়ে অর্ধেক বাংলা দখল করা যাবে না। আগ্রাসী রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার।’’ পাশাপাশি মোদি সরকারের (Modi Government) কথায় কথায় সিবিআই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘সিবিআইয়ের (CBI) মুখোশ খুলে গিয়েছে। মূল কাজে সিবিআইকে ব্যবহার না করে শুধু বিরোধীদের পিছনে লেলিয়ে দেওয়া মোদি সরকারের কাজ। এদিকে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে সাংবাদিক খুনের ঘটনা ঘটেই চলেছে। বিজেপি (BJP) গণতন্ত্র মানে না। তাই এ ধরনের ঘটনা ঘটছে।’’
আরও পড়ুন-Subrata Mukherjee: আবেগে শ্রদ্ধায় একডালিয়া এভারগ্রিনে সুব্রত-স্মরণ
এদিন চাঁচল ডিপোর কলিগ্রামের এই নতুন সরকারি বাসস্ট্যান্ডে (Bus Stand) শিলিগুড়ি (Siliguri) এবং কলকাতাগামী (Kolkata) উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুটি নতুন বাসের শুভসূচনা করেন মন্ত্রী। নতুন সরকারি বাস চালিয়ে এর শুভসূচনা করেন ফিরহাদ (Firhad Hakim)। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাতেই একটি আনুষ্ঠানিক সভা করেন। ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin), বিধায়ক আবদুর রহিম বক্সি (Abdur Rahim Bakshi), পরিবহণ দফতরের সচিব রাজেশ সিনহা (Rajesh Sinha), বিধায়ক নীহাররঞ্জন ঘোষ (Niharranjan Ghosh) প্রমুখ।
আরও পড়ুন-Surajit Dutta : ‘TMC প্রার্থী দেখলেই তাড়া করুন’, মন্তব্য বিজেপি বিধায়কের