কলকাতায় ছোটদের ভ্যাকসিন কোথায় হবে? কী বলছেন মেয়র Firhad Hakim

Must read

ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। ১৮ ঊর্ধ্বদের অধিকাংশেরই কোভিড টিকাকরণ (Covid 19 Vaccine) হলেও তার কম বয়সীদের এখনও টিকা দেওয়া হয়নি। নতুন বছরের শুরু থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ শুরু হবে। কলকাতাতেও এই ভ্যাকসিন দেওয়া হবে। কলকাতায় ছোটদের ভ্যাকসিন কোথায় হবে তা জানিয়েদিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

কিন্তু কমবয়সীরা কোথায় থেকে পাবে ভ্যাকসিন? বুধবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) সাংবাদিক বৈঠক করে মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানালেন, স্কুলে স্কুলে হবে ১৫ থেকে ১৮ বছরের ছেলে-মেয়েদের ভ্যাকসিন। কলকাতার ১৬টি বোরোর ১৬টি স্কুলে এই টিকাকরণ হবে। শহরের সমস্ত সরকারি স্কুলে টিকাকরণের দায়িত্ব কলকাতা পুরসভার।

আরও পড়ুন-সাগরে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান

উল্লেখ্য, এ রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা প্রায় ৪৮ লক্ষ। তাদের জন্য স্কুলগুলিতেই ভ্যাকসিনেশন ক্যাম্প করতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। তারজন্য নাম নথিভুক্তকরণ শুরু হবে ১ জানুয়ারি থেকে। নাম নথিভুক্তকরণের জন্য় জরুরি নয় আধার কার্ড। আধার ছাড়াও স্কুলের পরিচয় পত্র দিয়েও কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে।

 

Latest article