জমা জল দেখতে যান অন্য রাজ্যে

শহরের যে ছ’টা পকেটে মূলত জল জমে তা হল বেহালা, খিদিরপুর, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ির মতো কয়েকটি এলাকা।

Must read

প্রতিবেদন : বিধানসভা থেকে পুরসভা। নিয়ম করে প্রায় সব ভোটেই তৃণমূল কংগ্রেস- বিরোধীদের অন্যতম হাতিয়ার হয়েছে শহরবাসীর জলযন্ত্রণা। মেয়র হিসাবে মঙ্গলবার শপথ নিয়েই এই ইস্যুতে বিরোধীদের পালটা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শপথ নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘বিরোধী বন্ধুরা সবসময় বলেন লন্ডন হল না কলকাতা, ভেনিস হয়ে গেল। ভেনিস দেখতে হলে চেন্নাই যান, মুম্বই যান, দিল্লি যান। প্যাটার্ন অব রেন এখন অনেক বদলে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন-কলকাতা পুরসভার মুখ্য সচেতক হলেন বাপ্পাদিত্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালেন কৃতজ্ঞতা

শহরের যে ছ’টা পকেটে মূলত জল জমে তা হল বেহালা, খিদিরপুর, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ির মতো কয়েকটি এলাকা। এই ছ’টি জায়গার জন্য ছ’টি আলাদা পাম্পিং স্টেশন করার কথাও এদিন জানান নবনির্বাচিত মেয়র। পানীয় জল পরিষেবার সমস্যাও দেখা হবে বিশেষ নজর দিয়ে। তিনি আরও বলেন টালিগঞ্জ, যাদবপুর, কিছুটা বড়বাজার এলাকার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটিং করছি। সবমিলিয়ে শহরের জমা জলের সমস্যা মেটাতে আরও ২০০টি পাম্পিং স্টেশন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন ফিরহাদ হাকিম। শহরের সঙ্গে যুক্ত খালগুলিও পরিষ্কার করা হচ্ছে। প্রয়োজনে পাইপ লাইন বসানো হবে। অর্থাৎ তিনি নিকাশি সমস্যার সমাধানে জোর দেবেন।

Latest article