প্রতিবেদন : পুজোর পর রাজ্য জুড়ে সংক্রমণ বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। বাদ যাচ্ছে না কলকাতাও। শহরের বাজারগুলি থেকেই করোনা ছড়াচ্ছে বলে অনুমান বিশেষজ্ঞদের। আর এই সম্ভাবনা নির্মূল করতে এবার মাস্ক না পরলে হকারদের দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-করোনা রুখতে রাজ্য জুড়ে তৎপরতা প্রশাসনের
কলকাতায় সংক্রমণের প্রবণতা বুঝতে ইতিমধ্যে র্যাপিড টেস্ট শুরু করেছে পুরসভা। বুধবার উল্টোডাঙার মুচিবাজারে র্যাপিড টেস্ট করা হয়। তাতে সুপার স্প্রেডারদের চিহ্নিত করার কাজ হয়েছে। এভাবে কলকাতার বিভিন্ন বাজারে করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছে পুরসভা। পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় ফুটপাথবাসীদের মশারি বিতরণ করা হবে। হকাররা মাস্ক না পরলে তাঁদের দোকান বন্ধ করে দেবে পুরসভা। পুরসভা সূত্রে খবর, দীপাবলির আগে কলকাতার বাজারগুলি এখন ভিড়ে ঠাসা। তার জেরে করোনা আক্রান্ত হচ্ছেন বহু দোকানদার। টিকা নেওয়া থাকায় অনেকের উপসর্গ থাকছে না। তাঁদের মাধ্যমে আক্রান্ত হচ্ছেন বহু ক্রেতা ও সাধারণ মানুষ। এই প্রবণতা কমাতে হকার ও দোকানদারদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে পুরসভা।