গ্যাস লিকে অসুস্থদের দেখতে গেলেন ফিরহাদ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফিরহাদ হাকিম ও পুলক রায়ের এই সফর বলে জানা গিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Must read

সংবাদদাতা, বহরমপুর : মুর্শিদাবাদ পুরসভার লালবাগে ক্লোরিন গ্যাস সিলিন্ডার লিক করে অসুস্থ ১৮ জনকে কলকাতা থেকে দেখতে এলেন কলকাতা পুরসভার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে সড়কপথে ফিরহাদ হাকিম ও আরেক মন্ত্রী পুলক রায় এদিন দুপুরে বহরমপুর সার্কিট হাউসে এসে পৌঁছন। সেখান থেকে তাঁরা লালবাগে হাসপাতালে গিয়ে অসুস্থ ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন-রাস্তায় পড়ে পিঁয়াজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফিরহাদ হাকিম ও পুলক রায়ের এই সফর বলে জানা গিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য, গতকাল লালবাগের পিএইচই দফতরে একটি ট্যাঙ্ক ভাঙার জন্য মাটি খোঁড়ার সময় হঠাৎ করে গ্যাস লিক করে। ওই ঘটনায় স্থানীয় পুরুষ-মহিলা মিলে মোট ১৮ জন অসুস্থ হন। তাঁরা এই মুহূর্তে লালবাগ মহকুমা হাসপাতাল ও বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা দেখতেই বহরমপুর পৌঁছলেন ফিরহাদ হাকিম।

Latest article