অনুপম সাহা, দিনহাটা: ‘বিজেপি নেতারা আসবে, বড় বড় কথা বলবে। কিন্তু একজনের উপরেই ভরসা রাখুন। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’ তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহের সমর্থনে দ্বিতীয় দিনের নির্বাচনী সভায় একথা বলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।
সোমবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের সাহেবগঞ্জ ফুটবল খেলার মাঠে নির্বাচনীসভায় ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন প্রার্থী উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় প্রমুখ। এই নির্বাচনী সভায় ফিরহাদের আক্রমণের মূল নিশানা ছিল বিজেপি। নিজের দলের প্রার্থীর প্রচারের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক গোলমাল নিয়েও ফিরহাদ মন্তব্য করেন।
আরও পড়ুন : বিপ্লব দেবের পুলিশের যুক্তি হাস্যকর: কাজের চাপে ধরা যায়নি অপরাধী
কারণ বিরোধী দল বিজেপি এটাকে ইস্যু করে এখানে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। ফিরহাদ বলেন, ‘মসজিদ মন্দির যারা ভাঙে, তারা সমাজবিরোধী৷ তারা অন্যায় করে, তারা পাপ করে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। বাংলায় আমরা সবাই একসঙ্গে থাকি। দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইয়ের নাম ফিরহাদ হাকিম। এটাই বাংলার সংস্কৃতি।’ বিধানসভা ভোটে ভরাডুবির পর বাংলায় বিজেপির অবস্থা আরও ছন্নছাড়া। সে নিয়ে ফিরহাদের বক্রোক্তি, ‘একশো আসনও পেল না বিজেপি! আর যাও পেল, তারা এখন বলছে বিজেপিতে তাদের আর ভালো লাগছে না, হাতটা একটু টেনে ধরো! বিজেপি এখন ডুগডুগি বাজাচ্ছে৷’ বললেন, বাংলার অধিকাংশ মানুষ একচালা ঘরে থাকে। তাই দিদিও একচালা ঘরে থাকেন। বিজেপি সাংসদ ও কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করে ফিরহাদ বলেন, ‘দিল্লির লাড্ডু খেতে চলে গেছে নিশীথ প্রামানিক। যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের কি মনে হচ্ছে না বিশ্বাসঘাতকতা করা হয়েছে তাঁদের সাথে! কাজেই এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে, দিনহাটা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে। তাহলে আরও রাস্তাঘাট উন্নত হবে। বিজেপিকে একটি ভোটও দেওয়া যাবে না।’ দু দিনের সফরে এসেছেন ফিরহাদ হাকিম। আজ, শেষ দিনের প্রচারে শেষ নির্বাচনী সভা করেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয়ের মাঠে।