জল অপচয় বন্ধে ফিরহাদের পদক্ষেপ

Must read

প্রতিবেদন: শহরের বুকে পানীয় জল নষ্ট করা নিয়ে শনিবার কড়া বার্তা দিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। পানীয় জলের অপচয় হলে এবার লাইন কেটে দেওয়ারও হুঁশিয়ারি দিলেন মেয়র। একই সঙ্গে শহরে একাধিক পরিবর্তন নিয়েও এদিন মুখ খোলেন তিনি। গরম পড়তেই শহর জুড়ে শুরু হয় জলের আকাল। তাই বিশুদ্ধ পানীয় জলের অপচয় রুখতে এবার কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত গ্রহণ করবে কলকাতা পুরসভা। মেয়র (Firhad Hakim) জানান, পানীয় জল অপচয়ের খবর পেলেই সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেবে পুরসভা। বার বার একই ভুল হলে কেটে দেওয়া হবে জলের লাইন। এদিন মেয়র ঘোষণা করেন, জল নষ্ট রুখতে রাস্তার সব ট্যাপে কল লাগিয়ে দেওয়া হবে। অভিযোগ, সেই কল ভেঙে দেওয়া হয়। ফলে প্রচুর জল নষ্ট হয়। মেয়র বলেন, বারবার তিনবার কল লাগিয়ে দেওয়ার পরও একই ঘটনা ঘটলে পাকাপাকি ভাবে সেখানকার লাইনই বন্ধ করে দেবে পুরসভা। বাড়ির ক্ষেত্রেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। মেয়র (Firhad Hakim) বলেন, অনেকেই বাড়ির রিজার্ভারেই কোনও স্টপ কক লাগান না। এর ফলে ওভার ফ্লো করে প্রচুর জল নষ্ট হয়। এইসব ক্ষেত্রে সর্তক করার পরেও ব্যবস্থা না নিলে কেটে দেওয়া হবে ওই বাড়ির জলের লাইন। সব মিলিয়ে বিশুদ্ধ পানীয় জলের অপচয় রুখতে এবার কোমর বেঁধে নামছে কলকাতা পুরসভা।

Latest article