সংবাদদাতা, সিউড়ি : যখনই রাজ্যে ভোট এগিয়ে আসে, দিল্লি থেকে মোদি ও শাহের ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়। শুরু হয় যাবতীয় কুৎসা আর মিথ্যাচারের। পঞ্চায়েত ভোটের আগেও দিল্লির পরিযায়ী নেতারা আসতে শুরু করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিথ্যাচারের জবাব দিতে একই মাঠে মাত্র একদিনের মধ্যে সভা করবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস
রবিবার বেণীমাধব ইনস্টিটিউটের মাঠে। বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, তীব্র গরমের কথা মাথায় রেখে সকাল নটায় হবে সভা। সভার মূল লক্ষ্য, কেন্দ্রের একশো দিনের কাজ ও আবাস যোজনার আটকে–রাখা টাকা আদায়ের জন্য জনগণকে ডাক দেওয়া। শাহের সভায় যে লোক হয়েছে, শুধুমাত্র সিউড়ি বিধানসভা কেন্দ্রে তার দ্বিগুণ সংখ্যক লোক হবে রবিবারের সভায়। ফিরহাদকে বহু আগেই বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। সেই কারণে জেলায় তাঁর উপস্থিতি বা সভা আলাদা গুরুত্ব রাখে। এর আগে পাল্টা সভা করে বহুবার মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর সব প্রশ্নের মুখের মতো জবাব দিয়েছেন ফিরহাদ।