ফিরহাদের মস্কো সফরে কেন্দ্রের না

গোটা দেশের মধ্যে একজন মেয়রই এই সম্মেলনের আমন্ত্রণ পেয়েছিলেন। যাওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও তাঁর মস্কো সফর বাতিল করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

Must read

প্রতিবেদন: ফের কেন্দ্রের মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতি। বৈধ আমন্ত্রণ থাকা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মস্কো (Moscow) সফর। আগামী ১৭ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলনে যোগ দিতে মস্কো যাওয়ার কথা ছিল ফিরহাদ হাকিমের। গোটা দেশের মধ্যে একজন মেয়রই এই সম্মেলনের আমন্ত্রণ পেয়েছিলেন। যাওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও তাঁর মস্কো সফর বাতিল করল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক।

আরও পড়ুন-একাধিক অভিযোগ তুলে বিজেপি ছাড়লেন নেতা-সহ শতাধিক কর্মী

বিদেশমন্ত্রকের ছাড়পত্র না মেলায় আগামী সপ্তাহে ফিরহাদের মস্কো যাওয়া হচ্ছে না। আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়া সফরে যাওয়ার কথা ছিল মেয়রের। এই সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই সম্মেলনে ব্রিকসের সদস্য হিসেবে হাজির থাকবেন ব্রাজিল, চিন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরাও। সূত্রের খবর, ‘বিশেষ কারণ’ দেখিয়ে শনিবার দুপুরে দিল্লি থেকে এই সফর বাতিলের খবর জানিয়ে দেওয়া হয় কলকাতার মেয়রকে।

Latest article