পুলিশ কমিশনার বদলের পরেই নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের প্রথম গ্রেফতারি

টোটো নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ৩৫ বছরের সক্রিয় তৃণমূল কর্মী সন্তোষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Must read

তৃণমূল কর্মী খুনের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারের বদল ‘তাৎপর্যপূর্ণ’ সেই বিষয়ে সন্দেহ নেই। শনিবার ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারের বদল হয়েছে। অলোক রাজোরিয়ার জায়গায় দ্বিতীয় বার ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। দায়িত্ব পেয়ে শনিবার রাতেই নৈহাটি থানায় যান পুলিশ কমিশনার অজয়। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের তদন্ত কত দূর, অভিযুক্তদের কেউ কেন এখনও ধরা পড়েননি সেই প্রশ্নই উঠে আসে। এদিন রাতেই অভিযুক্তদের খোঁজ চলছিল এবং তার পরে এই গ্রেফতারি। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের দু’দিন পরে পুলিশের হাতে গ্রেফতার হল অক্ষয় গন। সাথে আরও চার জনকে আটক করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-কুম্ভ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত নেপালের পাঁচ বাসিন্দা

তৃণমূল কর্মী খুনে পুলিশ মোট চার জনকে আটক করেছিল। পরে আরও এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছিল। রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ মুল অভিযুক্তদের ধরতে না-পারলেও আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। তাঁদের সঙ্গে সন্তোষ-খুনের সম্পর্ক রয়েছে দাবি করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নৈহাটির গৌরীপুর এলাকায় গুলি চলে। টোটো নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ৩৫ বছরের সক্রিয় তৃণমূল কর্মী সন্তোষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্তোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন-প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

এই ঘটনার পরেই গৌরীপুর এলাকা রণক্ষেত্রের আকার নেয়। রাজনৈতিক শোরগোলের মধ্যে শনিবার নবান্নের তরফে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে অলোককে ট্র্যাফিক পুলিশের ডিজির দায়িত্ব দেওয়া হয়। ব্যারাকপুরের পুলিশ কমিশনার করা হয় অজয় ঠাকুরকে। কারা বিভাগের ডিআইজি হিসাবে কর্মরত ছিলেন তিনি। যদিও আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) ছিলেন তিনি। কিছু দিন কমিশনারের দায়িত্বও সামলেছেন।

Latest article