পরিষেবায় রাজ্যে প্রথম বালুরঘাট জেলা হাসপাতাল

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের সুশ্রী কায়াকল্প প্রতিযোগিতায় রাজ্যে প্রথম স্থান অধিকার করল বালুরঘাট জেলা হাসপাতাল।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের সুশ্রী কায়াকল্প প্রতিযোগিতায় রাজ্যে প্রথম স্থান অধিকার করল বালুরঘাট জেলা হাসপাতাল। প্রতিযোগিতার ফলাফল প্রকাশ হতেই আনন্দিত বালুরঘাট জেলা হাসপাতালের কর্মী-চিকিৎসকরা। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের ১৩টি জেলা হাসপাতাল, ৩০টি মহকুমা হাসপাতাল, ১৬টি স্টেট জেনারেল হাসপাতাল, ২৭৪টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এবং ৫৭৬টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অংশগ্রহণ করে বলে জানা গেছে।

আরও পড়ুন-মেডিক্যাল কলেজে চিকিৎসায় নয়া ইউনিট

প্রতিযোগিতায় এমআর বাঙ্গুর হাসপাতাল ৯৬.২৯ শতাংশ নম্বর পায়। জানা গেছে যেহেতু এমআর বাঙ্গুর হাসপাতাল ২০২১-২০২২ বর্ষে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল সেই কারণে এমআর বাঙ্গুর হাসপাতাল-কে গত বছরের প্রাপ্ত নম্বরের থেকে ৫ শতাংশ বেশি নম্বর পেতে হত৷ যা চলতি বর্ষে না হওয়ায় ৯৫.২৯ শতাংশ নম্বর পেয়ে চলতি বর্ষে দ্বিতীয় স্থানে থাকা বালুরঘাট জেলা হাসপাতাল-কে প্রথম স্থানের শিরোপা প্রদান করা হয়। জানা গেছে প্রতিযোগিতায় প্রথম স্থানলাভের কারণে পুরস্কারস্বরূপ বালুরঘাট জেলা হাসপাতাল পাবে ৫০ লক্ষ টাকা। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ বলেন আমরা খুবই আনন্দিত।

আরও পড়ুন-ভবাপাগলার মেলায় জলে-স্থলে কড়া নজরদারি

তিনি জানিয়েছেন প্রান্তিক জেলার জেলা হাসপাতালের রাজ্যের মধ্যে সেরার পুরস্কার পাওয়া এটা অনেক বড় বিষয়। তিনি বলেন এই কৃতিত্ব হাসপাতালের কর্মীদের-ই প্রাপ্য৷ আমরা গতবার ফেল করেছিলাম, সেটা চ্যালেঞ্জ নিয়ে আমরা এইবারে প্রথম হয়েছি। পাশাপাশি তার বক্তব্য জনসাধারণকে যাতে আরও ভালভাবে পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্যে গাইড লাইন মেনে তারা পুরস্কারের অর্থ খরচ করবেন।

Latest article