প্রতিবেদন : নির্বাসন পর্ব কাটিয়ে প্রায় তিন বছরেরও বেশি সময় পর প্রতিযোগিতায় নামলেন রিও অলিম্পিকে চতুর্থ স্থান পাওয়া দেশের তারকা জিমন্যাস্ট দীপা কর্মকার। আর এশিয়ান গেমসের ট্রায়ালে নেমেই বাজিমাত করলেন ত্রিপুরার বাঙালি জিমন্যাস্ট। প্রথম হয়ে এশিয়াডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন দীপা। হাংঝাউ এশিয়াডে দলগত বিভাগে নামবেন তিনি।
আরও পড়ুন-আর্মি রেডকে সমীহ ডায়মন্ড হারবারের
আর্টিস্টিক জিমন্যাস্টিকসে অলরাউন্ড ইভেন্টে দীপার মোট স্কোর ৪৭.০৫। বাংলার প্রণতি নায়েক, প্রণতি দাসদের পিছনে ফেলে ট্রায়ালে সেরা হয়েছেন দীপা। বুধবার ভুবনেশ্বরে ট্রায়ালের দ্বিতীয় দিন স্পেশাল ইভেন্টে নামবেন দীপা। সেখানে ব্যালেন্সিং বিম এবং ভল্টে পারফর্ম করবেন তিনি। দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বললেন, ‘‘অনেক বাধা বিপত্তি পেরিয়ে দীপা এই পারফরম্যান্স করেছে। এতদিনের পরিশ্রমের ফল।’’ দীপা বললেন, ‘‘সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়েছি। এটা আমার বড় কামব্যাক। ১০০ শতাংশ না হলেও আমার পারফরম্যান্স ঠিকই আছে।’’
ভারতীয় জিমন্যাস্ট দলে আরও চারজন থাকবে। র্যাঙ্কিং অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফলাফলের ভিত্তিতে বাকিদের নির্বাচিত করা হবে।