সংবাদদাতা, জলপাইগুড়ি : রাজ্যে প্রথম লটারি বিক্রেতাদের সংগঠন তৈরি হল। কয়েকদিন আগেই লটারি বিক্রেতাদের কমিশন কমিয়ে দেওয়া নিয়ে আন্দোলন শুরু হয়েছে। ধূপগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় লটারির বিক্রি বন্ধ রেখেছেন বিক্রেতারা। এবার তাঁরা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। আর এই কারণেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অধীনে লটারি বিক্রেতাদের সংগঠন তৈরি হল।
আরও পড়ুন-বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিজেপিকে আক্রমণ মন্ত্রীর
রাজ্যের লটারি বিক্রেতাদের কোনও সংগঠন এতদিন ছিল না, দাবি তৃণমূল নেতৃত্বের। এই প্রথম ধূপগুড়ি থেকেই লটারি বিক্রেতাদের সংগঠনের পথচলা শুরু হল। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউএসসির সভাপতি রাজেশ লাকড়া ও ধূপগুড়ি টাউন ব্লক আইএনটিটিসির সভাপতি আলম রহমানের উপস্থিতিতে ২৫০ জন লটারি বিক্রেতা এই সংগঠনের সঙ্গে যুক্ত হন। আগামীতে জেলা জুড়ে তিন হাজার লটারি বিক্রেতা সংগঠনের সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।