পিএইচএ’র প্রথম বৈঠক

পাথুরিয়াঘাটার বিনানি ভবনে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি-সহ বিভিন্ন ক্ষেত্রের ৪৫ প্রতিনিধি-সদস্যকে।

Must read

প্রতিবেদন : রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আরও উন্নয়নের লক্ষ্যে সদ্য গঠিত হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আজ, শনিবার সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ শশী পাঁজার নেতৃত্বে প্রথম এগজিকিউটিভ বৈঠকে বসছে পিএইচএ। পাথুরিয়াঘাটার বিনানি ভবনে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি-সহ বিভিন্ন ক্ষেত্রের ৪৫ প্রতিনিধি-সদস্যকে।

আরও পড়ুন-বইমেলাতেও মমতা-ঝড়, জাগোবাংলায় জনতা-জোয়ার

আগামিদিনে কীভাবে সংগঠন কাজ করবে, জেলা, মহকুমা কিংবা ব্লক স্তরে কীভাবে সংগঠনের কাজ ভাগাভাগি হবে, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য সরকারের কাছে কী কী প্রস্তাব রাখা যেতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্যব্যবস্থার আরও উন্নতি সাধনের পাশাপাশি সেই ব্যবস্থার সুফল রাজ্যের প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়ারই চিকিৎসক-নার্সদের এই নয়া সংগঠনের মূল লক্ষ্য। তাই এই সংগঠনে রয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন স্তরের মানুষ।

Latest article