মালদহে প্রথম ফুলবাগিচায় উন্মুক্ত পাঠাগার ‘বইবাগান’

এতটাই সুন্দর করে সাজানো হয়েছে যে, একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। অবসর কাটানোর পাশাপাশি বসে পছন্দের বইও পড়ার সুযোগ মিলবে।

Must read

মানস দাস, মালদহ: ফুল আর লতাপাতায় মোড়া একখণ্ড জায়গা। বাইরে থেকে দেখলে মনে হবে রেস্তরাঁ। আসলে উন্মুক্ত পাঠাগার। এতটাই সুন্দর করে সাজানো হয়েছে যে, একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। অবসর কাটানোর পাশাপাশি বসে পছন্দের বইও পড়ার সুযোগ মিলবে। উপরে ঢাকা, চারিদিক খোলা পরিপাটি কক্ষের তাকে সাজানো বই।

আরও পড়ুন-মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপির আইটি সেল

জেলা গ্রন্থাগারের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মালদহের জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে সুসজ্জিত ও অভিনব উন্মুক্ত পাঠাগারের পোশাকি নাম ‘বইবাগান’। সোমবার দুপুরে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, জামিল ফাতেমা জেবা, শান্তনুকুমার রায়, দেবব্রতকুমার দাস প্রমুখ। সিদ্দিকুল্লা বলেন, ফুলবাগিচার মধ্যে বইপড়ার পরিবেশ এখনও অন্য কোনও জেলা করে উঠতে পারেনি। একমাত্র মালদহই করে দেখাল। এটাকে মডেল বলা যায়।

Latest article