শিশুদের মনের বিকাশ ঘটাতে বর্ধমানে প্রথম ছড়া গড়ার কর্মশালা

এ-ব্যাপারে তিনি রাজ্য শিশু কিশোর আকাদেমির কাছে আগামী দিনে আরও বড় করে এই কর্মশালার আয়োজন করার আবেদন জানিয়েছেন।

Must read

সংবাদদাতা, বর্ধমান : রাজ্য শিশু কিশোর আকাদেমি এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মঙ্গলবার থেকে জেলায় প্রথমবার দুদিনের জন্য শুরু হল ছড়া লেখার কর্মশালা ছড়াগড়া। জেলা সংস্কৃতি দফতরের মিটিং রুমে শিশু সাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষে এই কর্মশালায় অংশ নিল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭০জন ছাত্রছাত্রী।

আরও পড়ুন-শহিদ দিবসের রাতে দুষ্কৃতী-আগুনে পুড়ে গেল আইএনটিটিইউসি অফিস

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল জানিয়েছেন, শিশুদের মনের বিকাশ ঘটাতে ছড়া লেখার কৌশল শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কীভাবে মজার মজার ছড়া লেখা যায়, সেই ছড়াকে কীভাবে আকর্ষণীয় করা যায় সেইসব নিয়েই দুদিনের কর্মশালা। প্রশিক্ষক হিসাবে আছেন আশিস মুখোপাধ্যায়, প্রদীপ আচার্য, শ্যামাচরণ কর্মকার, সংকল্প সেনগুপ্ত, অনির্বাণ ঘোষ প্রমুখ। রামশংকরবাবু জানান, এই ছড়া গড়া কর্মশালার জন্য গোটা জেলার ১৫০-রও বেশি আগ্রহী ছাত্রছাত্রী অংশ নিতে চেয়েছিল। কিন্তু পরিকাঠামোর সমস্যায় সবাইকে নেওয়া যায়নি। এ-ব্যাপারে তিনি রাজ্য শিশু কিশোর আকাদেমির কাছে আগামী দিনে আরও বড় করে এই কর্মশালার আয়োজন করার আবেদন জানিয়েছেন।

Latest article