রাজ্যে প্রথম রোবট সার্জারি এসএসকেএম-এ

Must read

প্রতিবেদন : রাজ্যে প্রথম। উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের লক্ষ্যে এসএসকেএম (SSKM) হাসপাতালে চালু হচ্ছে রোবোটিক সার্জারি। সম্পূর্ণ বিনামূল্যে রোবোটিক সার্জারি হবে সরকারি হাসপতালে। রোবট বসাতে খরচ ৬ কোটি ৪৪ লক্ষ টাকা। রোবট কেনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নির্দেশিকা জারি হয়েছে। এরপরই দেশীয় রোবট ‘এসএসআই মন্ত্রা’ ৩.০ পা রাখছে বাংলার সরকারি স্বাস্থ্যক্ষেত্রে। ইতিমধ্যেই এই রোবট পৃথিবীর সবচেয়ে সুলভ রোবটের তকমা পেয়েছে। পূর্ব ভারতে প্রথম সরকারি হাসপাতালের মধ্যে বাংলার এসএসকেএম (SSKM) হাসপাতালে আসছে এই রোবট। বুধবার রোবোটিক সার্জারি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে স্বাস্থ্যভবন। কেমন হবে এই রোবট? পাঁচটি হাত, যার মধ্যে একটায় ধরা থাকবে ক্যামেরা। বাকি চার হাতে করবে কিডনি, প্রস্টেট, ওপেন হার্ট, গাইনোকলজি, হেড অ্যান্ড নেক সার্জারি। একমাত্র এই রোবটে রয়েছে হেড ট্র্যাকিং ক্যামেরা। ডাঃ সুধীর শ্রীবাস্তব জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় একটি বিশেষ চশমা পরতে হবে সার্জনকে। রোবটের হেড ট্র্যাকিং ক্যামেরা সেই চশমার মার্কারে গিয়ে পড়বে। অস্ত্রোপচার করতে করতে সার্জন সামান্য ঘাড় ঘোরালেই মুহূর্তে লক হয়ে যাবে রোবটের হাত। কখনওই অস্ত্রোপচারে কোনও ত্রুটি হবে না। এমন রোবট বাংলার সরকারি স্বাস্থ্যাক্ষেত্রে আসার খবরে খুশি চিকিৎসকরা।

আরও পড়ুন- নয়া চেয়ারম্যান দেবাশিস দত্ত

Latest article