সংবাদদাতা, শিলিগুড়ি : উত্তর সিকিমের ছাঙ্গুতে মরসুমের শুরুর তুষারপাত। এটিই মরশুমের প্রথম তুষারপাত বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দুপুর নাগাদ একটু-একটু করে তুষারপাত শুরু হয়। বেশ খানিক্ষণ চলার পর বন্ধ হয়। তবে নামচি, ছাঙ্গু, লাচেন সহ একাধিক জায়গায় তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস ছিলই। শুক্রবার থেকে বরফ পড়ার সম্ভাবনা। চুটিয়ে উপভোগ করতে পারবেন পর্যটকেরা, জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা। পুজোয় বৃষ্টিতে কাহিল গোটা বাংলা। আবার বর্ষার মেঘ সরলেই ঘোর গরম, আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা সকলের।
আরও পড়ুন-১৩ গোল ছেলেদের, হার মেয়েদের
এই পরিস্থিতিতে তুষারপাতের খবর বাঙালি কাছে যেন প্রাণের আরাম। সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর ডঃ গোপীনাথ রাহা জানান, পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী, আজ থেকে উত্তর সিকিম-সহ সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা। গত সপ্তাহে তুষারপাত হয় তবে তার পরিমাণ ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। সেভাবে বরফ উপভোগ করতে পারেননি পর্যটকেরা। এবার জাঁকিয়ে পাহাড়ে বরফ পড়তে চলেছে বলে জানিয়েছে হওয়া মহল। শনিবার থেকে বৃষ্টি খানিকটা কমে আসবে। তবে পাহাড়ে বিক্ষিপ্তভাবে বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।