খেলা

আজ প্রথম টি-২০, চোট পেলেন সিরাজ

পাল্লেকেলে, ২৬ জুলাই : আর মাত্র ২৪ ঘণ্টা। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটে শুরু হবে গৌতম গম্ভীর যুগ! শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ দিয়েই টিম ইন্ডিয়ার কোচের হটসিটে অভিষেক হচ্ছে গম্ভীরের।
রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা অবসর নেওয়ার পর, এই প্রথম কোনও টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত। তবে এই ফরম্যাটে সূর্যকুমার যাদবরা বিশ্বজয়ী। অন্যদিকে, শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে সুপার এইটেও জায়গা করে নিতে পারেনি। পাশাপাশি সিরিজ শুরু হওয়ার আগেই জোড়া ধাক্কায় বেসামাল লঙ্কা শিবির। দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা চোটের জন্য ছিটকে গিয়েছেন। এদিকে, ভারতীয় পেসার মহম্মদ সিরাজ প্র্যাকটিসে ডান পায়ে চোট পেয়েছেন। তবে শনিবারের ম্যাচে তিনি খেলবেন বলেই খবর।

আরও পড়ুন-গাছের পরিচর্যা করলেই মিলবে নগদ ২৫ হাজার

ভারতীয় শিবিরের খবর, শনিবার শুভমন গিলের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে ঋষভ পন্থ। চার ও পাঁচে যথাক্রমে অধিনায়ক সূর্য এবং হার্দিক পান্ডিয়া। ছয়ে রিঙ্কু সিং। এই ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলতে পারে ভারত। ফলে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোইকে মাঠে নামিয়ে দিতে পারেন গম্ভীর। দুই পেসার অর্শদীপ সিং ও সিরাজ।
এদিকে, মাঠের মধ্যে বাড়তি দায়িত্ব নিতে তিনি বরাবরই পছন্দ করেন। জানিয়ে দিলেন সূর্য। সূর্যর বক্তব্য, ‘‘মাঠের ভিতরে বাড়তি দায়িত্ব বরাবরই উপভোগ করেছি। এমনকী, আমি অধিনায়ক না হলেও। এছাড়া বিভিন্ন সময়ে আলাদা আলাদা অধিনায়কদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাই শ্রীলঙ্কা সিরিজে নেতৃত্ব দিতে পেরে আমি দারুণ খুশি। তবে নেতৃত্ব আমার খেলার ধরনে কোনও প্রভাব ফেলবে না। নিজের সহজাত ব্যাটিংটাই করব।’’ কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন সূর্য। তিনি বলেন, ‘‘আমাদের সম্পর্কটা খুব স্পেশাল। ২০১৪ সালে ওঁর নেতৃত্বে কেকেআরে খেলেছি। সেবারই আমি প্রথমবার নিজের জাত চেনানোর সুযোগ পেয়েছিলাম। আমাদের সেই সম্পর্ক আগের মতোই শক্তিপোক্ত আছে।’’ সূর্য আরও যোগ করেছেন, ‘‘গোতি ভাই জানেন আমি কীভাবে কাজ করি। প্র্যাকটিস সেশনে আমার মানসিকতা কেমন থাকে, সেটাও উনি জানেন। আমরা একসঙ্গে দলকে এগিয়ে নিতে চাই।’’

আরও পড়ুন-ব্যস্ত সময়ে ফের রবীন্দ্র সরোবর স্টেশনে বিকল মেট্রো, দুর্ভোগ যাত্রীদের

জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেলেও, সূর্যর পা কিন্তু মাটিতেই রয়েছে। তিনি বলছেন, ‘‘ক্রিকেট আমাকে শিখিয়েছে নম্র হতে। সাফল্য হোক বা ব্যর্থতা, পা যেন মাটিতেই থাকে। মাঠের বিষয় মাঠেই ফেলে এগিয়ে যেতে হয়। কারণ এটা তোমরা জীবন নয়, জীবনের একটা অংশ মাত্র। যদি আপনি ভাল মানুষ হন, তাহলে সবকিছুই ভাল হবে।’’

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago