প্রতিবেদন : দেশের মধ্যে এই প্রথম আতশবাজি হাব তৈরির জন্য জায়গা চিহ্নিত করল রাজ্য সরকার। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বাইপাসের ধারে মাঠপুকুর স্টপেজের কাছে এই হাব গড়ে উঠবে। আপাতত এই হাবে ৮০ জন আতশবাজি ব্যবসায়ীকে জায়গা দেওয়া যাবে। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর সূত্রের খবর, কলকাতা পুরসভার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছের একটি জমিকে আতশবাজি হাব তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবার সেই জমি সার্ভে করা হয়েছে। জমি দেখে খুশি বাজি ব্যবসায়ীরাও।
আরও পড়ুন-ফের কোটায় আত্মঘাতী
একইসঙ্গে রাজ্যের ছ’টি জায়গায় ক্লাস্টার তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হবে বারাসত, চম্পাহাটি, মহেশতলা, ধূপগুড়ি, বীরভুম এবং পূর্ব মেদিনীপুরে। বাজি ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই ক্লাস্টারগুলো তৈরি হয়ে গেলে প্রায় তিন হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রায় ১৫ একর জমির ওপর তৈরি হবে এই হাবটি। দফতর সূত্রে খবর, কালীপুজোর পরেই এই হাব তৈরির কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য ৯০ শতাংশ ভরতুকি দেবে রাজ্য সরকার, বাকি ১০ শতাংশ দেবেন আতশবাজি ব্যবসায়ীরা।
আরও পড়ুন-নেহরুর নামে এত ভয় মোদির! স্বাধীনতা দিবসে মোছা হল নাম
সারা বাংলা আতশবাজি ব্যবসায়ী সমিতির তরফে বাবলা রায় বলেন, ‘‘আমরা খুশি যে, রাজ্য সরকার আতশবাজি ব্যবসার কথা মাথায় রেখে হাব গড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরাও সবরকম সহযোগিতার হাত রাজ্য সরকারের দিকে বাড়িয়ে দেব।’’