শঙ্করপুরে মৎস্যচাষী দিবস পালন

এদিনের অনুষ্ঠানে ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মহাপাত্র, তালগাছাড়ি ২-এর প্রধান বিশ্বজিৎ জানা প্রমুখ।

Must read

সংবাদদাতা, শংকরপুর : শংকরপুর মৎস্যবন্দরে পালিত হল মৎস্যচাষী দিবস। এই উদযাপন অনুষ্ঠানে ছিলেন মৎস্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক অখিল গিরি। এদিন মৎস্যমন্ত্রী মৎস্যজীবীদের সঙ্গে মাছও ধরেন। মৎস্যমন্ত্রীকে নিজেদের মধ্যে এভাবে পেয়ে রীতিমতো আপ্লুত এলাকার মৎস্যজীবীরা। মৎস্যমন্ত্রী বলেন, ‘একেবারে তৃণমূলস্তরের মানুষদের সঙ্গে আমাদের আত্মিক যোগ রয়েছে। মৎস্য ও মৎস্যজীবী সংক্রান্ত বিষয় নিয়ে সকলের সঙ্গে আমরা সারা বছর যোগাযোগ রাখি।

আরও পড়ুন-চপ-শিঙাড়া বিক্রি সঙ্গে জনসংযোগ

সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য মৎস্য দফতর মৎস্যজীবীদের জন্য নানা প্রকল্প চালু করেছে। তাই তৃণমূল কংগ্রেসের সরকারকে মানুষ এত ভালবাসে।’ এদিনের অনুষ্ঠানে ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মহাপাত্র, তালগাছাড়ি ২-এর প্রধান বিশ্বজিৎ জানা প্রমুখ।

Latest article