রাজ্যজুড়ে ‘সুফল বাংলা মৎস্য’ বিপণি

সুতরাং মাছ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপর নির্ভরশীল হওয়া অনেকটাই কমছে। তাই এবার থেকে রাজ্যের মানুষকে ন্যায্য মূল্যে মাছ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

Must read

অগ্নিমূল্য বাজারদর থেকে কিছুটা হলেও মুক্তি মধ্যবিত্তের। রাজ্য সরকারের ‘‌সুফল বাংলা’‌ (Sufal Bangla) স্টল এখন সর্বত্র। সেখানে বাজারের তুলনায় সস্তায় সবজি পাওয়া যায়। কিন্তু মাছের দাম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাছের ক্ষেত্রেও রাজ্য সরকার স্টল করলে মধ্যবিত্ত বাঙালি যে উপকৃত হবে এই নিয়ে সন্দেহের কোন জায়গা নেই। মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব যেতেই এবার দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে ন্যায্য মূল্যের মাছের দোকান খুলতে চলেছে সরকার। নাম দেওয়া হবে ‘সুফল বাংলা মৎস্য’। এখানে ইলিশ, চিংড়ি, পাবদা, রুই এবং ফিস ফ্রাইয়ের জন্য মাছের ফিলে পর্যন্ত পাওয়া যাবে বলেই খবর। সুফল বাংলা মৎস্য আউটলেটগুলিতে এই মাছগুলি ন্যায্য মূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন-উঠল অবস্থান, আস্থা প্রশাসনে

বাজারে গিয়ে চড়া দাম শুনে হতাশ হওয়ার দিন শেষ হতে চলেছে ক্রেতাদের। শুধু তাই নয়, মাছ বিক্রির আগে মাছের গুণমান যাচাইয়ের ব্যবস্থা থাকবে আউটলেটগুলিতে। রাজ্যের মৎস্যমন্ত্রী এই মর্মে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুজোর আগেই এই আউটলেটগুলি চালু করা যাবে। উৎসবের মরশুমে রাজ্য সরকারের এই উদ্যোগ সকলের জন্য উপকারী হবে। দুর্গাপুজোর আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ৩৪টি আউটলেট দিয়ে শুরু করবে সুফল বাংলা মৎস্য প্রকল্প। ২০টি আউটলেট নতুন করে তৈরি করা হবে। কয়েকটি জায়গায় সুফল বাংলার স্থায়ী সবজি বিক্রয় কেন্দ্রে এই ‘সুফল বাংলা মৎস্য’ বিপণি গড়ে উঠবে। গুণমান ভাল ও ন্যায্যমূল্য সুফল বাংলা মৎস্য প্রকল্পের ইউএসপি। সময়ের সাথে দোকানের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে। রাজ্যে মাছের উৎপাদন বেড়েছে বিপুল হারে। সুতরাং মাছ নিয়ে অন্ধ্রপ্রদেশের উপর নির্ভরশীল হওয়া অনেকটাই কমছে। তাই এবার থেকে রাজ্যের মানুষকে ন্যায্য মূল্যে মাছ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

Latest article