বছরের শেষ লগ্নে এসে হতবাক হলেন টেক্সাসবাসী। ৩০ ডিসেম্বর হঠাৎই টেক্সাসের টেক্সারকানা শহরে আকাশ থেকে শুরু হল মাছবৃষ্টি। ছোটখাটো নয়, বেশ বড় সাইজের মাছ পড়তে লাগল শহরে। প্রকৃতির এই লীলা নিজের চোখে দেখেও অনেকে বিশ্বাস করতে পারছিলেন না। তবে সম্বিত ফিরতেই শহরের লোকজন নেমে পড়েন মাছ কুড়োতে।
আরও পড়ুন-আতঙ্ক নয়, সাবধানে থাকুন, ওমিক্রনের তৃতীয় ঢেউ
কে কত বেশি মাছ ধরতে পারে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শহরের অফিসিয়াল ফেসবুক পেজে অনেকেই মাছ কুড়োনার ছবি পোস্ট করেছেন। সাধারণত প্রবল ঝড়বৃষ্টির কারণে জলাশয় থেকে ছোট আকারের মাছ উপরের দিকে উঠে যায়। তারপর বৃষ্টির সঙ্গে সেই মাছ নিচে নেমে আসে।