মাছ চুরিতে অভিযুক্ত বিজেপির (BJP) বিরোধী দলনেতা। বৃষ্টি ভেজা রাতে দুর্ঘটনার কবলে পড়া মাছের গাড়ি থেকে ছড়িয়ে পড়ল মাছ। লোভ সামলাতে না পেরে প্রকাণ্ড সাইজের দুটি মাছ কুড়িয়ে নিয়ে দৌড় লাগালেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত।
আরও পড়ুন-শ্রমিকদের বোনাস বৃদ্ধি
মাছ চুরির সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় আর এই নিয়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। যদিও এই ঘটনায় মাছ চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির ওই বিরোধী দলনেতা। তিনি বলেন ওই ভিডিও নাকি প্রায় চার বছর আগের পুরনো। তিনি মাছের গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করেই মাছ নিয়েছেন। তবে জিজ্ঞেস করে নিলে ওইভাবে কেউ দৌড় দেয় বলে জানা নেই। জানা গেছে, এই দুর্ঘটনাটি ঘটে কোলাঘাট- হলদিয়া জাতীয় সড়কের মেছেদা শান্তিপুর সংলগ্ন এলাকায়। বৃষ্টির ফলে রাতে হঠাৎ উল্টে যায় মাছ ভর্তি একটি গাড়ি। মুহূর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাড়ির মধ্যে থাকা সমস্ত মাছ। তখনই হুড়োহুড়ি লেগে যায় মাছ কুড়ানোর জন্য। ওই সময় ওই রাস্তা দিয়েই মোটর বাইকে করে যাচ্ছিলেন বিজেপি নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত। তখন তিনি রাস্তার মধ্যে পড়ে থাকা দুটি প্রকান্ড সাইজের মাছ তুলে নিয়ে দৌড় লাগান।
আরও পড়ুন-তাজপুর বন্দরের জন্য নতুন দরপত্রের ডাক
এই ভিডিও প্রথম প্রকাশ করেছেন শহীদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূলের সভাপতি সুমিত সামন্ত। এরপর তমলুক সংগঠনিক জেলা তৃণমূলের একটি ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট করা হয় ভিডিওটি। সুমিত ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “গাড়ির চালক ও খালাসী যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে দুই হাতে দুটো বড় কাতলা মাছ চুরি করে নিয়ে দৌড় লাগান বিজেপির বিরোধী দলনেতা। এরা নাকি জনপ্রতিনিধি এবং এরাই নাকি মানুষের উন্নয়ন করবে। এর আগেও একাধিকবার উনি যখন পঞ্চায়েতে ছিলেন তখন বার্ধক্য ভাতা সহ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের থেকে টাকা নিয়েছেন।”