সংবাদদাতা, হাওড়া : সাঁতার শিখতে গিয়ে এক নাবালকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল হাওড়া কর্পোরেশন। শহরের সমস্ত সুইমিং পুলের জন্য একগুচ্ছ গাইড লাইন বেঁধে দিল হাওড়া পুরনিগম। ওই গাইডলাইন ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেই ব্যাপারেও নিয়মিত নজরদারি চালাবে কর্পোরেশন। প্রতি মাসে কর্পোরেশনের তরফে সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে আসা ছেলেমেয়েদের শারীরিক পরীক্ষা করা হবে। চলবে ‘সারপ্রাইজ ভিজিট’। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা ফিট সার্টিফিকেট দিলে তবেই এখন থেকে সুইমিং পুলে প্রশিক্ষণ নেওয়া যাবে।
আরও পড়ুন-সৌরভকে উপহার
শুক্রবার সন্ধ্যায় চ্যাটার্জিহাট থানার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্স এলাকায় একটি সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে মারা যায় বিদীপ্ত ঘোষ (৯)। এই ঘটনার পরই সুইমিং পুলটি পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সকালে সুইমিং পুলটি পরিদর্শনে যান হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি সেখানকার পরিকাঠামো ঘুরে দেখেন। এরপর সাঁতরাগাছিতে বিদীপ্তর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। সুদীপ্তর মা সুইমিং পুল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়ে সুজয়বাবুর কাছে অভিযোগ জানান। বলেন, ‘বিদীপ্ত মাস তিনেক হল সাঁতার শেখা শুরু করেছিল। ছেলেমেয়ের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। সেই অনুপাতে প্রশিক্ষক কম ছিল। ফলে সবার দিকে সমান নজর দেওয়া হত না। শুক্রবার বিদীপ্ত সাঁতার শিখতে নেমে জলে ডুবে যাবার অনেক পরে বিষয়টি নজরে আসে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…