ফিটনেস : রোহিতকে খোঁচা কপিল দেবের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং ফর্ম ও নেতৃত্ব ভরসা দিচ্ছে ভারতীয় দলকে।

Must read

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং ফর্ম ও নেতৃত্ব ভরসা দিচ্ছে ভারতীয় দলকে। কপিল দেবের মতো কিংবদন্তিও রোহিতের পারফরম্যান্সে খুশি। কিন্তু রোহিতের ফিজিক্যাল ফিটনেস নিয়ে একেবারেই সন্তুষ্ট নন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। কপিল সাফ জানিয়ে দিলেন, একজন অধিনায়ককে সব সময় ফিট থাকতে হয়। দেখে মনে হয়, রোহিতের ওজন বেড়েছে। তাঁকে ফিটনেস নিয়ে খাটতে হবে।

আরও পড়ুন-বেলাইন আমতা লোকাল, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে কপিল বলেছেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারকে ফিট থাকতে হয়। আধুনিক ক্রিকেটে এটা খুব গুরুত্বপূর্ণ। দলের অধিনায়ক যদি ফিট না হয়, সেটা লজ্জার। নিজের ফিটনেস নিয়ে রোহিতকে পরিশ্রম করতে হবে।’’ যোগ করেন, ‘‘রোহিত দুর্দান্ত ব্যাটার। কিন্তু যখনই ওর ফিটনেস প্রসঙ্গ উঠবে, তখন হতাশ হতেই হবে। টিভিতে দেখেই মনে হয়, ওর অতিরিক্ত ওজন। টেলিভিশন এবং বাস্তবে অনেকসময় চেহারার পার্থক্য থাকে। কিন্তু রোহিতকে দেখে আমার মনে হয়েছে, ওর ফিটনেস সত্যিই ভাল জায়গায় নেই। ওকে এটা নিয়ে খাটতে হবে।’’
ফিটনেস ধরে রাখার ব্যাপারে বিরাট কোহলিকেই বেশি নম্বর দিচ্ছেন কপিল। ভারতের চিরশ্রেষ্ঠ অলরাউন্ডার বলেছেন, ‘‘বিরাটকে দেখুন, যখনই ওর দিকে তাকিয়ে দেখবেন মনে হবে, ফিটনেস এরকমই হওয়া উচিত।’’

Latest article