জেরুজালেমর (Jerusalem) ব্যস্ত রাস্তায় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত কমপক্ষে ৫৷ আহত হয়েছেন ১৫ জন৷ ইজরায়েলি পুলিশ এটিকে জঙ্গি হামলা বলে দাবি করেছে। অন্যদিকে হামলাকারীদেরও নিকেশ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে৷ জেরুজালেমের ইয়াগাল ইয়াডিন স্ট্রিটের রামোট জংশনের এই ঘটনায় রীতিমত আতঙ্কিত চারপাশের মানুষ৷ সূত্রের খবর,হামলাকারী বন্দুকবাজরা একটি বাসে উঠে যাত্রীদের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷
আরও পড়ুন-বাগুইআটিতে এয়ারপোর্টগামী সরকারি বাসে ভয়াবহ আগুন
ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি জাগো বাংলা)। ভিডিওতে দেখা গিয়েছে, জেরুজালেম শহরের একটি বাস থেকে নেমে প্রাণভয়ে ছুটে পালাচ্ছেন যাত্রীরা৷ এলাকা জুড়ে ভাঙা কাঁচ ছড়িয়ে ছিল। বেশ কয়েকজন আহত ব্যক্তি রাস্তা এবং ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। স্থানীয় সময় সকাল ১০.১৩ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং মেডিক্যাল টিম৷ সবমিলিয়ে এই হামলায় অন্তত ১৫ জন আহত হন৷ ইজরায়েলের জরুরি পরিষেবা এবং মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় চারজনের মৃত্যু হয়েছে৷ হামলাকারীদের মধ্যে একজনের বয়স ৫০। বাকি তিনজনের বয়স আনুমানিক ৩০৷ ৫০ বছরের ওই মহিলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া যে ১৫জন আহত হয়েছেন, তার মধ্যে সাতজনের অবস্থা বেশ গুরুতর।