ঝাড়খণ্ডে বাজির দোকানে আগুন লেগে মৃত তিন শিশু-সহ পাঁচ

জানা গিয়েছে, একটি বাজির দোকানে আগুন লেগে পাঁচ জন নিহত হয়েছেন। তার মধ্যে তিন জনই শিশু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Must read

সোমবার দুপুরে ঝাড়খণ্ডে (Jharkhand) গড়োয়া জেলার রঙ্কা থানা এলাকার গোদারমানা বাজারে একটি  বাজির দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল তিন শিশু-সহ পাঁচ জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তরফে খবর, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশু-সহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই দোকানে রাখা কাঠের তক্তায় আগুন লেগে যায়। দোকানে সেই সময় বেশ কয়েক জন ছিলেন। বাজি ছিল বলেই আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে চারদিকে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-নির্মম! কুসংস্কার মগ্ন রাজ্যে বলি নিরীহ বনবিড়াল

জানা গিয়েছে, একটি বাজির দোকানে আগুন লেগে পাঁচ জন নিহত হয়েছেন। দুর্ভাগ্যের বিষয় তার মধ্যে তিন জনই শিশু। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী ভাবে আগুন লাগল, সেই বিষয়ে যদিও এখনও ধন্দে পুলিশ। আহতদের উদ্ধার করে ছত্তীসগঢ়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশের তরফেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসনও ঘটনার তদন্ত শুরু করেছে।

Latest article