শেয়ালের হামলা মালদহে জখম পাঁচ

জানা গেছে, এদিন ভোররাতে একদল শেয়াল হঠাৎ করে গ্রামে ঢুকে পড়ে। সেই সময় গ্রামের মানুষ বিভিন্ন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

Must read

সংবাদদাতা, মালদহ : ফের হরিশ্চন্দ্রপুরে শেয়ালের তাণ্ডব। আক্রমণে জখম হলেন পাঁচজন। সোমবার ভোরে ভালুকা অঞ্চলের কালীতলা গ্রামে। ঘটনার পর বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয় হরিশ্চন্দ্রপুর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি জানান, গত বছর একই ধরনের ঘটনা ঘটেছিল। বিষয়টি আবার বনমন্ত্রীকে জানাবেন।

আরও পড়ুন-ফের ছন্দে ফিরছে নাট্য উৎকর্ষ কেন্দ্র

জানা গেছে, এদিন ভোররাতে একদল শেয়াল হঠাৎ করে গ্রামে ঢুকে পড়ে। সেই সময় গ্রামের মানুষ বিভিন্ন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শেয়ালের দলটিকে আটকাতে গিয়ে শেয়ালের কামড়ে ওই গ্রামের পাঁচজন গ্রামবাসী গুরুতর আহত হয়। যদিও হামলার পরক্ষণেই খবর ছড়িয়ে পড়ে সারা গ্রাম জুড়ে। এরপরই গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়তেই শেয়ালের দলটি গ্রামের বাইরে জঙ্গলে পালিয়ে যায়। আহত পাঁচজনের চিকিৎসা চলছে। এলাকা পাহারা দিচ্ছেন বনকর্মীরা। বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

Latest article