হামাসের নামে সাংবাদিক খুন চলছে গাজায়! নীরব নেতানিয়াহু

Must read

দুর্ভিক্ষের গাজায় পরপর হামলা চালাচ্ছে ইজরায়েল (Gaza- Israel)। সোমবার দুপুরে গাজার নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেল আভিভ। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। তার মধ্যে ৫ জন সাংবাদিকেরও প্রাণ গিয়েছে। জখম ১২। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংবাদসংস্থা রয়টার্স ও এপির ফটোগ্রাফার ও সাংবাদিকের নিহত হয়েছেন। জানিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক। তবে এই হামলার প্রসঙ্গে এখনও মুখ বন্ধ রেখেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম বিস্ফোরণের পর যখন সাংবাদিক, উদ্ধারকর্মী-সাধারণ মানুষ সাহায্যের জন্য ছুটে যান, তখনই দ্বিতীয় হামলা হয়। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ে। গাজার স্বাস্থ্য দফতর জানিয়েছে, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন —হুসাম আল-মাসরি (রয়টার্সের চিত্র সাংবাদিক), মারিয়াম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা, মোয়াজ আবু তাহা। হামলার সময়ে রয়টার্সের লাইভ ভিডিও ফিড হঠাৎ বন্ধ হয়ে যায়, যা হুসাম আল-মাসরিই পরিচালনা করছিলেন।

আরও পড়ুন-বিজেপি-রাজ্যে হামলায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে গণমঞ্চ

গাজায় (Gaza- Israel) সংবাদমাধ্যমের উপর এর আগেও হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনা। তবে প্যালেস্তিনীয়দের থেকেও বিগত কয়েকমাসে গাজায় বিভিন্ন সাংবাদিকদের উপর হামলার গতি বাড়িয়েছে ইজরায়েলি সেনা। অক্টোবর ২০২৩ থেকে প্রায় ২০০-এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন তেল আভিভের হামলায়।

গাজায় এখন ভয়াবহ পরিস্থিতি। প্রতিদিনই বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে আইডিএফ সেনা৷ হামাস গোষ্ঠীকে নিকেশ করতে ইজরায়েলি সেনা গত সপ্তাহ থেকেই গাজা শহরে নতুন করে অভিযান শুরু করেছে। শহরের দখল নিতে হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইজরায়েল।

Latest article