প্রতিবেদন : সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন পাঁচজন। সোমবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁদের শপথবাক্য পাঠ করান। এহসানউদ্দিন আমানুল্লাহ, মনোজ মিশ্র, সঞ্জয় কারোল, পি ভি সঞ্জয় কুমার ও পঙ্কজ মিথাল দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। বিভিন্ন হাইকোর্টে প্রধান বিচারপতি বা বিচারপতি হিসাবে কাজ করেছেন তাঁরা। বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্টের সঙ্গে কেন্দ্রের সংঘাত চলছে।
আরও পড়ুন-এক লহমায় মৃত্যুপুরী তুরস্ক–সিরিয়া, প্রবল ভূমিকম্পে নিহত ২৫০০–র বেশি, সাহায্য পাঠাচ্ছে ভারত
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের সুপারিশেই সায় দিয়েছে কেন্দ্র। নতুন পাঁচ বিচারপতির শপথের পর বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা হল ৩২। সর্বোচ্চ ৩৪ জন বিচারপতি থাকতে পারেন শীর্ষ আদালতে। রাজস্থান হাইকোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল, পাটনা হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও এহসানউদ্দিন আমানুল্লাহ, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র, মণিপুর হাইকোর্টের বিচারপতি পি ভি সঞ্জয় কুমারের নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত বছর ১৩ ডিসেম্বর কেন্দ্রের কাছে এই পাঁচজনের নাম পাঠায় সুপ্রিম কোর্ট।