ছত্তিশগড়ে (Chhattisgarh Maoist killed) ফের খতম ৭ মাওবাদী। শহিদ হয়েছেন দুজন জওয়ানও। বুধবার বিজাপুর সীমানায় অভিযান চলছিল। জঙ্গল ঘিরে এখনও মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনীর।
দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলের বড় অংশে ডিআরজি, এসটিএফ এবং কোবরা ব্যাটালিয়ন একসঙ্গে অভিযান চালাচ্ছে। এই লড়াইয়ে শহিদ জওয়ান ডিআরজির সদস্য। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও এক। ওই এলাকায় আরও এক মাওবাদী (Chhattisgarh Maoist killed) এখনও লুকিয়ে রয়েছে বলে খবর।
আরও পড়ুন- বাংলায় কথা বললেই পুশব্যাক! গাজোলের সভা থেকে সোনালি বিবিকে নিয়ে সরব মুখ্যমন্ত্রী
২০২৬ সালে মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়াই লক্ষ্য। হয় আত্মসমর্পণ নয় মৃত্যু। যে কোনও একটা পথ বেছে নিতে হবে মাওবাদীদের। রিপোর্ট বলছে চলতি বছরে শুধুমাত্র ছত্তিশগড়ে এখনও পর্যন্ত ২৬৮ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বিজাপুর ও দান্তেওয়াড়ায়।

