বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ের স্বাদ পেলেন স্মৃতি মান্ধানারা। পাঁচ ম্যাচে পাঁচ জয়। অপ্রতিরোধ্য দেখাচ্ছে আরসিবিকে।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রথমে ব্যাট করার সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তুলেছিল আরসিবি। এদিন ইনিংসের প্রথম ওভারেই গ্রেস হ্যারিসের (১) উইকেট হারিয়েছিল আরসিবি। পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন জর্জিয়া ভল (১)। ওই পরিস্থিতিতে গৌতমীকে নিয়ে পাল্টা লড়াই শুরু করেছিলেন স্মৃতি মান্ধানা। দু’জনে মিলে ৪৫ বলে ৬৯ রান যোগ করে পরিস্থিতি কিছুটা হলেও সামাল দিয়েছিলেন। কিন্তু ২৩ বলে ২৬ রান করে স্মৃতিও প্যাভিলিয়নে ফেরেন। ২০ বলে ২৭ রান করে আউট হন রিচা ঘোষ। গৌতমীও ৫৫ বলে ৭৩ করে রানের গতি বাড়াতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে রাধা যাদব ৮ বলে ১৭ রান করেন। জেতার জন্য ১৭৯ রান তাড়া করতে নেমে, শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারিয়েছে গুজরাট। বেথ মুনি (৩), সোফি ডিভাইন (০), কণিকা অঞ্জু (০), একের পর এক টপ অর্ডার ব্যাটার ব্যর্থ। ব্যাটিং বিপর্যয়ে মধ্যে এক লড়াই করলেন অ্যাশলে গার্ডনার। তিনি ৪৩ বলে ৫৪ রান করে আউট হন। আরসিবির বোলারদের মধ্যে সফলতম সায়ালি সতঘারে। তিনি ২১ রানে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন নাদিন ডে’ক্লার্ক। এদিনের জয়ের সুবাদে ডব্লুপিএলের প্লে-অফে পৌঁছে গেলেন স্মৃতিরা।

