সৌম্য সিংহ : যানজট এড়িয়ে কলকাতা মহানগরীতে গতি আনতে মোট ৫টি অত্যাধুনিক পার্কিং প্লাজা বা পার্কিং লট গড়ার পরিকল্পনা নিয়েছে পুরসভা। এরমধ্যে অগ্রাধিকার তালিকার শীর্ষে ধর্মতলায় কেন্দ্রীয় পুরভবনের পূর্বদিক লাগোয়া অংশ।
আরও পড়ুন-Chandannagar lighting: চন্দননগর জুড়ে আলোর জাদু
এছাড়াও হাওড়া ব্রিজের কাছে মল্লিকঘাট, বড়বাজার, পোদ্দার কোর্ট এবং যাদবপুরেও পার্কিং লট গড়ার পথে এগোচ্ছে কলকাতা পুরসভা। কেন্দ্রীয় পুরভবনের পূর্বদিকের রাস্তার ধারে দীর্ঘদিন ধরেই পার্কিং প্লেস। ফলে পুরভবনকে ঘিরে যানজট নিত্যদিনের সমস্যা। সমাধান হিসেবে পুর কর্তৃপক্ষ চাইছে ইস্পাতের কাঠামোর উপরে বহুতল পার্কিং প্লাজা— যার উপরে রাখা থাকবে গাড়ি, নিচে দিয়ে অনায়াসে আপনগতিতে অব্যাহত থাকবে যান চলাচল।
আরও পড়ুন-Bengal BJP: বাংলাকে অশান্ত করছে বিজেপি
এব্যাপারে সমীক্ষা করে ইতিমধ্যেই প্রাথমিক মতামত জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। ঠিক একই ধরনের ইস্পাতের পার্কিং লট গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডেও। এছাড়াও মল্লিকঘাট ফুলের বাজারকে কেন্দ্র করে হাওড়ার ব্রিজের মুখে যানজট রুখতে এখানেও একটি দগ্ধ গুদামের ফাঁকা জায়গা পরিদর্শন করা হয়েছে। একইভাবে বড়বাজার এবং পোদ্দার কোর্টেও জমি দেখা হচ্ছে। এ ব্যাপারে রাজ্য সরকারের পূর্ত দফতরের সঙ্গে কথাবার্তা চলছে। আলোচনা চলছে বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও। জানা গেছে পুরসভা সূত্রে।