ভারী বৃষ্টিতে হড়পা বান আফগানিস্তানে, মৃত্যু তিনশোরও বেশি!

Must read

সাংঘাতিক বন্যা আফগানিস্তানে (Afghanistan Flash floods)। হড়পা বানে মৃত্যু হয়েছে তিনশোরও বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত ১০০০ বাড়ি। গৃহহীন বহু মানুষ। ভারী বৃষ্টি-বন্যার জেরে ভেসে গিয়েছেন অগুনতি মানুষ। মৃত্যুর সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, বাঘিয়ান প্রদেশে বাঘলান ই মারকাজি জেলার লাকিহা গ্রামের অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাট ধসে গিয়েছে। রাস্তা নেই তাঁর বদলে কাদার মাঠ হয়ে গিয়েছে। তার মধ্যেই ঘরে যে টুকু সম্বল ছিল সে সব নিয়ে বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয় শুষ্ক-রুক্ষ্ম মরুদেশে। উত্তর-পূর্বের বাদাখস্তানে বৃষ্টিতেই শতাধিক বাড়ি ধসে পড়েছে। অতিবৃষ্টি (Afghanistan Flash floods) হয় মধ্য ঘোর এবং পশ্চিমের হেরাট প্রদেশেও। ইতিমধ্যেই জরুরিকালীন ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে তালিবান কর্তৃপক্ষ।

আরও পড়ুন-আছড়ে পড়ল শক্তিশালী সৌরঝড়! বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে, শুক্রবার রাতে ৬২ জনের প্রাণ হারানোর খবর জানা গিয়েছে। তালিবান কর্তৃপক্ষের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, এই বন্যায় কয়েকশো আফগান ভেসে গিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Latest article