প্রতিবেদন : দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। ব্ল্যাকবক্স উদ্ধারের পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক খবরে চারজনের জীবিত থাকার যে খবর দেওয়া হয়েছিল, তা ঠিক নয়।
আরও পড়ুন-১ শতাংশের হাতেই ৪০ শতাংশ সম্পদ, মোদি জমানায় আর্থিক বৈষম্যের চিত্র ভয়াবহ
দুর্ঘটনায় ৬৮ জন বিমানযাত্রী ও ৪ বিমানকর্মী সকলেই প্রাণ হারিয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে টেকনাথ সীতাউলা নামে এক আধিকারিক জানিয়েছেন ব্ল্যাকবক্সগুলি অক্ষতই আছে। তাই এই দুর্ঘটনার কারণ জানতে সমস্যা হবে না। উদ্ধারকাজের দায়িত্বে থাকা শের বাথ ঠাকুর জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৬টি দেহ উদ্ধার হয়েছে। বাকি দেহ উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী প্রচন্ড সোমবার ঘটনাস্থলে যান। উদ্ধারকাজ তদারকির দায়িত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে এদিন জানানো হয়েছে, পাঁচ ভারতীয় যাত্রীই রবিবারের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।