প্রতিবেদন : সম্পন্ন হয়েছে হজ৷ এবার বাড়ি ফেরার পালা৷ আজ, শনিবার রাজ্যে প্রথম ফিরতি উড়ান অবতরণ করবে কলকাতা বিমানবন্দরে৷ সৌদি থেকে ৩০৪ জন হাজিকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল সাড়ে ৫টা নাগাদ অবতরণ করার কথা প্রথম উড়ানের৷ দ্বিতীয়টি সন্ধে সাড়ে ৬টা নাগাদ নামবে ৩২৬ জন হাজিকে নিয়ে৷ তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন রাজ্য সংখ্যালঘু ও হজ কমিটির আধিকারিক–সহ এক প্রতিনিধিদল৷
আরও পড়ুন-ভাঙা হবে শহরের বেআইনি রুফটপ ক্যাফে-রেস্তোরাঁ
তারপর তাঁরা বিমানবন্দর চত্বর পরিদর্শনও করেন৷ উপস্থিত ছিলেন বিশেষ সচিব শাকিল আহমেদ, হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকি, একেএম ফারহাদ, কুতুবউদ্দিন তরফদার, রাকিবুল আজিজ–সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এ বছর নির্বাচন প্রক্রিয়া চলার দরুণ হজযাত্রীদের অভিনন্দন জানাতে পারেননি৷ তবে আজ নব্য হাজিদের অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান-সহ আরও অনেকে।