কমল মজুমদার, জঙ্গিপুর: বহরমপুর পুরসভার উদ্যোগে চালু হল শহরের প্রথম ভাসমান রেস্তোরাঁ (Floating Restaurant- Berhampore)। শনিবার, বছরের শেষদিন এই ভাসমান রেস্তোরাঁ (Floating Restaurant- Berhampore) জেলাবাসীকে উৎসর্গ করলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। আজ থেকে সাধারণ মানুষ এই ভাসমান রেস্তোরাঁয় গিয়ে খেতে পারবেন বিভিন্ন পদ, করতে পারবেন বর্ষবরণের আনন্দ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে পরিবহন দফতরের তরফ থেকে বহরমপুর পুরসভাকে দুটি লঞ্চ দেওয়া হয়েছিল। কিন্তু গত পুর বোর্ডের উদাসীনতায় এমভি সবুজশ্রী নামে একটি লঞ্চকে পর্যটকদের নদীপথে জেলার দ্রষ্টব্য স্থান দেখানো বা ফেরি সার্ভিসের কাজে ব্যবহারের কোনও উদ্যোগই নেওয়া হয়নি। ফলে গোপালঘাটে ভাগীরথীতে ভেসে থেকে লঞ্চটি নষ্ট হচ্ছিল।
এবছর তৃণমূল প্রথমবার পুর বোর্ড দখল করতেই চেয়ারম্যান উদ্যোগী হন। তিনি জানালেন, সরকারি সম্পত্তির ঠিক ব্যবহারের উদ্দেশ্যে পুরসভা পরিকল্পনা করে লঞ্চটিকে একটি ভাসমান রেস্তোরাঁর চেহারা দিয়েছে। এর যাবতীয় খরচ পুরসভাই করেছে। রেস্তোরাঁয় থাকছে ৪০টি আসন। আপাতত লঞ্চটি গোপালঘাটেই দাঁড়িয়ে থাকবে। সেখানে গিয়ে গঙ্গার শোভা দেখার পাশাপাশি রকমারি সুস্বাদু খাবার খেতে পারবেন সাধারণ মানুষ। আপাতত ঠিক হয়েছে শহরের স্বনির্ভর গোষ্ঠীর কয়েকজন সেরা রাঁধুনী রান্না ও খাবার পরিবেশন করবেন। পদের দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন-স্বাধীনতার ৭৫ পেরিয়ে এল বিদ্যুৎ
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…