নিম্নচাপের ফলে কয়েকদিনের বৃষ্টির পর ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে দফায় দফায় জল ছাড়ায় প্লাবিত হয়েছে নয়াগ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী কয়েকটি গ্রাম। সুবর্ণরেখায় জলস্তর বেড়ে নদী এখন ছাপিয়ে গিয়েছে। শনিবার গালুডি বাঁধ থেকে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার কেউসেক জল ছাড়া হয় বলে প্রশাসন সূত্রে খবর। ঝাড়গ্রাম (Jhargram) জেলা প্রশাসন জানায়, সুবর্ণরেখা নদীর জলস্তর দ্রুত বাড়ছে। উপচে পড়া জলে নয়াগ্রামের নদী তীরবর্তী মলম, বড়খাকড়ি গ্রাম পঞ্চায়েতের যাদবপুর, শুকদেবপুর, নরসিংহপুর, মলম প্রভৃতি গ্রাম প্লাবিত হয়। বিপদের আশঙ্কা না থাকলেও ঝাড়গ্রাম (Jhargram) জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। সেই সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি দলের তরফে প্লাবিত এলাকার গ্রামবাসীদের উচুঁ জায়গায় ক্লাব বা স্কুলঘরে আশ্রয় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুমন সাহু। ডুলুং নদীতে জল বাড়ায় জামবনি এবং গোপীবল্লভপুর দু’নম্বর ব্লক, সাঁকরাইল ব্লক এলাকার নিচু এলাকাগুলিতেও জল জমতে শুরু করেছে।
আরও পড়ুন: বিজেপি রাজ্যে ব্যর্থতার ছবি তুলে ধরে সরকারের কোপে ৩ সাংবাদিক