বিহারে (Bihar) ভয়ানক হচ্ছে বন্যা পরিস্থিতি। কোশী এবং বাগমতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। সঙ্গে ফুলে ফেঁপে উঠছে গঙ্গাও। এর জেরে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যের ১৬ জেলা বন্যা কবলিত। ক্ষতিগ্রস্ত ১০ লক্ষ মানুষ। সোমবার রাজ্যের ভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ৮ জনের।
আরও পড়ুন- যোগীরাজ্যে যৌ.ন লালসার শিকার পাঁচ বছরের নাবালক
২৪ ঘণ্টার মধ্যে ৬টি বাঁধ ভেঙেছে। ফলে সীতামঢ়ী, দ্বারভাঙা, পশ্চিম চম্পারণে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠেছে। গত তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। ফলে নদীবাঁধগুলির উপর চাপ সৃষ্টি হয়েছে। বাল্মীকিনগর এবং বীরপুর বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় নদীগুলি ফুঁসছে। গন্ডক, কোশী, বাগমতী, বুড়ি গন্ডক, কমলা বালান, মহানন্দা এবং গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, আরারিয়া, সুপৌল, কটিহার, পূর্ণিয়ার।