প্রতিবেদন : ঘাটালের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করলেন সাংসদ দীপক অধিকারী (দেব)। বুধবারের এই বৈঠকে সাংসদ ছাড়াও ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব এনএস নিগম, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশেদ আলি কাদরি, জেলার মুখ্য স্বাস্থ্যকর্তা সৌম্যশংকর সারঙ্গী, মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ বিডিও অফিসের আধিকারিকেরা।
প্রশাসনিক বৈঠক-শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ দেব বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
আরও পড়ুন-বাংলার ২জন ভোটারের নাম বাদ দিয়ে দেখুক! নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন করে ডিজাইন তৈরি হয়েছে কাজ ও প্রাথমিক কাজ শুরু হয়েছে। দু-মাসের মধ্যে জমি নেওয়ার কাজ শেষ হয়ে বাকি পদ্ধতিও শুরু হবে। মানুষ দীর্ঘ এক মাসের উপর জলের মধ্যে রয়েছেন এটা খুবই কষ্টকর। মূলত ঘাটালে সেপ্টেম্বর মাসে বেশি বন্যা হয়। তবে এ বছর অনেক আগে থেকেই বন্যা শুরু হয়েছে। যার ফলে ঘাটালের মানুষ চরম সমস্যায় রয়েছেন। ইতিমধ্যেই ৬০%-এর উপর বন্যা হয়েছে। পাশাপাশি ডিভিসি বারবার জল ছাড়ছে।
এদিন সাংসদ তাঁর মধ্যাহ্নভোজন সারেন দলীয় কার্যালয়ে। এরপর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গভর্নিং বডির বৈঠকে যোগ দেন। বিকেলে যান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে। শেষে শ্যামসুন্দরপুরে ত্রাণ বিলি করেন সাংসদ।