নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব এ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও পড়তে পারে। তারই আশঙ্কা করে ইতিমধ্যে উপকূলবর্তী অঞ্চলগুলিতে জেলা প্রশাসনের তরফ থেকে কড়া সতর্কতা নেওয়া হয়েছে। মূলত দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় এর প্রভাবের সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকে দিঘা সমুদ্র সৈকত জুড়ে কার্যত পুলিশের তরফ থেকে বলয় তৈরি করে সতর্ক করা হচ্ছে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষজনকে। নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রস্নানেও।
আরও পড়ুন –কন্ট্রোল রুমে নজরদারি বনমন্ত্রীর
এদিকে জেলার উপকূলবর্তী অঞ্চলের মানুষজনদের সুরক্ষিত রাখতে সরানো হয়েছে ১৬০০০ মানুষকে। মূলত ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত হানবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। তবে প্রভাব পড়বে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায়। তারই আশঙ্কা করে সোমবার সকাল থেকে জেলার সমস্ত ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এদিকে ক্ষয়ক্ষতির আশঙ্কা করে উপকূলের ব্লকগুলি থেকে সরানো হচ্ছে সাধারণ মানুষদের।